ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আরইউজের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
আরইউজের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পুনঃনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকিসহ অন্য সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল হক।

সভায় বিদায়ী সাধারণ সম্পাদক তানজিমুল হক ইউনিয়নকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে আরইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রাজশাহীর সাংবাদিকদের জন্য আবাসন নিশ্চিত করতে নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে স্বোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন ও শরীফ সুমন, নতুন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল ও কার্যনির্বাহী সদস্য আজাহার উদ্দিন উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে আরইউজের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী মহানগরের কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এক মিনিট নীরবতা পালনের পর শহীদ কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএফইউজের নির্বাহী সদস্য শরীফ সুমন।

এরপর আরইউজে কার্যালয়ে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি রফিকুল ইসলাম। এ সভায় সংগঠনকে গতিশীল করতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।