ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাইসছড়ি বাজার বয়কট আরও ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জানুয়ারি ১৪, ২০২৪
মাইসছড়ি বাজার বয়কট আরও ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত

খাগড়াছড়ি: জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে জমি বেদখলের প্রতিবাদে মাইসছড়ি বাজার বয়কটের সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের আদেশ অমান্য করে ফয়েজ মিঞা, ভুট্টো খান ও আব্দুল জলিল কর্তৃক মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে ও উক্ত জমিতে তাদের নির্মিত অবৈধ দোকান ও ঘর ভেঙে দেওয়া হয়। এর প্রতিবাদে গেল বছরের ১৬ ডিসেম্বর থেকে কয়েক দফায় মাইসছড়ি বাজার বয়কট কর্মসূচির ডাক দেওয়া হয়।

কিন্তু এর মধ্যে দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ১৫ জানুয়ারি পর্যন্ত বাজার বয়কটের মেয়াদ বাড়ানো হয়। এরপরও জমি বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তৃতীয় দফায় এই বাজার বয়কটের মেয়াদ বাড়ানো হয়েছে।

মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ান বলেন, গত একমাস ধরে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাইসছড়ি বাজার বয়কট করলেও প্রশাসন এখনো মংশিপ্রু চৌধুরীর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণকারী সেটলারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের বাজার বয়কট কর্মসূচি অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই।

তিনি চলমান মাইসছড়ি বাজার বয়কট সফল করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাজারে গিয়ে কেনাবেচা করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।