ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহরাস্তিতে ভিক্ষুককে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জানুয়ারি ১৪, ২০২৪
শাহরাস্তিতে ভিক্ষুককে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

চাঁদপুর: জেলার শাহরাস্তিতে এক ভিক্ষুককে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের গ্রামের মৃত আ. রবের ছেলে বিল্লাল হোসেন (২৮) ও আবুল হোসেনের ছেলে ইমাম হোসেন মিয়াজী (২১)।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, উপজেলার গোহট ইউনিয়নের চান্দিয়াপাড়া গ্রামের এক ভিক্ষুক (৪০) গত শনিবার (১৩ জানুয়ারি) শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজার এলাকায় ভিক্ষা শেষে বেরনাইয়া বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি যাওয়ার পথে রঘুরামপুর ব্রিজের ওপর পৌঁছলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চার যুবক তাকে অটোরিকশা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রঘুনাথপুর গ্রামের আরিফ উল্লাহ পাটোয়ারী বাড়ির শাহ আলমের নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এ সময় ভুক্তভোগী ডাক চিৎকার দিলে অভিযুক্তরা তার শরীরে আঘাত করে ভিক্ষা থেকে আয় করা পাঁচ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যান। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে শাহরাস্তি থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও একজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেছন।

মামলার অপর আসামীরা হলেন যাদবপুর গ্রামের হাসান আহমেদের পুত্র বেলায়েত হোসেন (৩০) ও মৃত আবুল কাশেমের পুত্র আব্দুল কাদির (২০)। ঘটনার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।