ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিকআপভ্যানে নেওয়া হচ্ছিল ৫১ কেজি গাঁজা, বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জানুয়ারি ১৫, ২০২৪
পিকআপভ্যানে নেওয়া হচ্ছিল ৫১ কেজি গাঁজা, বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: জেলার বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মো. কাওছার হোসেন (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।  

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।

আটক কাওছার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর পশ্চিমপাড়া এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।  

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেনের দিক নির্দেশনায় সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোলচত্বরে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত কাওছার হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কাওছার বিভিন্ন জেলায় মাদক কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।