খুলনা: খুলনায় ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ সাতজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে খালিশপুর থানার পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শামীম উদ্দিন (৪৫), গোলাম রসূলন (২২), মো. সোহেল শেখ (২৪), মো. সজল হাওলাদার (১৮), মো. ইমন হাওলাদার (২৪), মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. সজীব হক (২৫)।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তারের দাম এক লাখ চার হাজার টাকা। আটকরা সবাই খালিশপুর থানার বাসিন্দা। এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমআরএম/আরবি