ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে দেখা মিলেছে সূর্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ১৫, ২০২৪
বরিশালে দেখা মিলেছে সূর্যের

বরিশাল: টানা চারদিন পর বরিশালে সূর্যর দেখা মিলেছে।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য।

কিন্তু এর তাপ শীতের তীব্রতা কমানোর মতো ছিল না।

এদিন শীতের তীব্রতা থেকে রক্ষায় হতদরিদ্র মানুষদের কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

গত ‍সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও নদী বন্দর এলাকার ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এবং জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বরিশাল আবহাওয়া অফিস প্রধান বশির আহমেদ জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে সূর্য উঁকি দেওয়ার পর থেকে তাপমাত্রা বেড়ে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়।

গতকাল রোববার সকাল ৯টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১০ দশমিক ৭ ও আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।