ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জানুয়ারি ১৫, ২০২৪
সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম স্মরণসভায় সভাপতিত্ব করেন। স্মরণসভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

স্মরণসভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও কার্যনির্বহী সদস্য রকিব উদ্দিন পান্নু ও প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার মেঝ ভাই প্রদীপ কুমার সাহা প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ মো. সেলিম, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ও শেখ মাহমুদ হাসান সোহেল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, মুহাম্মদ আবু তৈয়ব, সুনীল কুমার দাস, শেখ আব্দুল হামিদ, দেবব্রত রায়, বাপ্পী খান, আব্দুস সাত্তার, দীলিপ কুমার বর্মণ, রিংটন মণ্ডল, প্রবীর কুমার বিশ্বাস, একরামুল হোসেন লিপুসহ অন্যান্য সাংবাদিকরা।

স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরআগে খুলনা প্রেসক্লাবের নেতারা এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২০তম মৃত্যুবার্ষিকী খুলনা সাংবাদিক ইউনিয়ন যথাযথ মর্যাদায় পালন করে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।