ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির পাশে পানির গর্তে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
বাড়ির পাশে পানির গর্তে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু আব্দুল্লাহ আল মামুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে আব্দুল্লাহ আল মামুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ ঘটনাটি ঘটে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে শিশুটিকে দাফন করা হয়।

আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। সে আদমপুর তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার জানায়, গত মঙ্গলবার স্কুল থেকে বাড়িতে ফিরে আসে আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে খেলতে বের হয় সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না আসায় তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির অদূরে একটি গর্তের পানিতে তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন বলেন, আমার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার ১ মিনিটের জন্য নীরবতা পালন করি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।