ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে আসছে ‘রুস্তম ও প্রত্যয়’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে আসছে ‘রুস্তম ও প্রত্যয়’ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনের অদূরে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ ও মাওয়া থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও প্রত্যয় রওনা দিয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী দুটি জাহাজ রওনা দিয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাট থেকে এসে ইতোমধ্যে কাজ শুরু করেছে। হামজা ডুবে যাওয়া ফেরিকে সোজা করবে এবং বাকি কাজ প্রত্যয় ও রুস্তম এসে করবে। আমাদের ট্রাক বোর্ড দিয়ে ভেসে যাওয়া পণ্য বোঝাই ট্রাকগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসবে।

রুস্তম ও প্রত্যয় উদ্ধারকারী এই দুটি জাহাজ হয়ত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসে পৌঁছাতে পারে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।