ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের সড়কে ঝরলো চার ছাত্রলীগ নেতার প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
সিলেটের সড়কে ঝরলো চার ছাত্রলীগ নেতার প্রাণ

সিলেট: জেলায় ট্রাকের ধাক্কায় চার ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে আছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বাংলানিউজকে বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে আছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে বলেও জানান তিনি।

এদিকে, ছাত্রলীগের চার কর্মী নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন ও নেতাকর্মীরা খবর পেয়ে রাতেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা ও আওয়ামী লীগ এবং জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।