ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন 

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আলাউদ্দিন (৪৮) নামে এক সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।  

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের মো. আজাহার আলীর ছেলে ও সবজি ব্যবসায়ী।  

দায়িত্বরত আনসার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন। এসময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

ভাঙ্গুড়া থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।