ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পল্লবীতে ৫০০ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জানুয়ারি ২০, ২০২৪
পল্লবীতে ৫০০ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তারা হলেন মোসা. ফাতেমা বেগম ওরফে ফতু ও মোছা. রেজিয়া বেগম।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পল্লবী থানা পুলিশ সংবাদ পায় বাউনিয়াবাদ এলাকায় দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।