ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জানুয়ারি ২০, ২০২৪
সিরাজগঞ্জে ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

ঢাকা: সিরাজগঞ্জের সব উপজেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মীর মোহম্মদ মাহবুবুর রহমান।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা কর্মকর্তা আফসার আলী।  

এ ছাড়া অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

খাজা টিপু সুলতান বলেন, আমি তোমাদের কাছে যা চেয়েছি তা আমি পেয়ে গেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো সেটা হলো একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক (র.) বলেছেন, ‘তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে। আমাদের সর্বদা নিজের আত্মার সঙ্গে জিহাদ করতে হবে। কারণ শয়তান সবসময় আমাদের বিপথে চালিত করতে চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে  কৃত্তিমভাবে কাউকে ঠকানো যাবে না। কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহপাক আমাদের উনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সবার চেয়ে উত্তম। আমি শুকরিয়া জানাই মহান রসুল পাক (সা.) ও মহান ওলি আল্লাহদের প্রতি। ’ সর্বশেষে তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।  

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্যতম আকর্ষণ। জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গান ও নাট্য ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সবাই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।