ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভটভটির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ভটভটির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় গরুবোঝাই ভটভটির ধাক্কায় শামসুল ইসলাম (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

শামসুল জেলার পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ত্রিমোহনী বাজারের পাশে একটি পাম্প থেকে মোটরসাইকেলের জন্য তেল নেন শামসুল। পরে তিনি তার বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে পেছন থেকে গরুবোঝাই একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আছের আলী জানান, শামসুল ঘটনাস্থলেই মারা যান। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভটভটি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।