ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাবনায় আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য আটক, ১৩টি মোটরসাইকেল উদ্ধার

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জানুয়ারি ২৩, ২০২৪
পাবনায় আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য আটক, ১৩টি  মোটরসাইকেল উদ্ধার

পাবনা: পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩টি চোরাই মোটর সাইকেল।

সোমবার(২২জানুয়ারি) দুপুরে অভিযানের বিষয় নিয়ে পাবনা সদর থানায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এসময় পাবনা সদর থানার দায়িত্বরত সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।  

আটকৃকতরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।

পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় দুইজনের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ২২ জানুয়ারি সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মাসুদ আলম বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটকসহ তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই মালামালসহ চোর চক্রের সদস্যদের বেশ কিছু সদস্যদের আটক করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের আলোকে তাদের ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। সবাইকে আইনগত ভাব মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।