ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে খাবারে কাপড়ের রং, হোটেল মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, জানুয়ারি ২৩, ২০২৪
সৈয়দপুরে খাবারে কাপড়ের রং, হোটেল মালিককে জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়।  

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত  এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ক্ষতিকর রং ব্যবহার করার দায়ে এক অভিজাত হোটেল মালিককে ১০ হাজার ও এক চাল ব্যবসায়ী ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন ও সৈয়দপুর থানা পুলিশ।  

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত 'শাহ হোটেল অ্যান্ড নিরিবিল' নামে এক হোটেলে হঠাৎ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই হোটেলে খাবার তৈরিতে কাপড়ে দেওয়া ক্ষতিকর রং ব্যবহারের চিত্র দেখতে পান। এতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে হোটেল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকায় জহুরুল হক সড়কে অবস্থিত ইমরান নামে এক চাল ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।