ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘুষ ছাড়াই চাকরি, নেওয়া যাবে না যৌতুক: ত্রাণ প্রতিমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:২৪ এএম, জানুয়ারি ২৫, ২০২৪
ঘুষ ছাড়াই চাকরি, নেওয়া যাবে না যৌতুক: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের ইতিহাসে ঘুষ ছাড়াই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৭৩ জনের নিয়োগ হয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তবে তাদের কর্মক্ষেত্রে দিতে হবে সততার পরিচয়, বিয়েতে নেওয়া যাবে না কোনো যৌতুক।

 

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭৩ জন কর্মচারীর সনদ বিতরণ ও প্রকৌশলী দিলীপ সেনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনাসমৃদ্ধ সমাজ বিনির্মাণে প্রতিটি মানুষের দুর্যোগ সম্পর্কিত জ্ঞান ও সততা থাকা জরুরি। ১৭৩ জনকে ঘুষবিহীন নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন শুরু করায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা।

এসময় তিনি জানান যে ঘুষ ছাড়াই ১৫৭ জনের নিয়োগের মধ্য দিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কেন্দ্রীয় খাদ্যগুদামের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী দিলীপ সেন রচিত দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান গ্রন্থের প্রকাশনা উৎসবে বইটির গুরুত্ব সম্পর্কে নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।  

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় মানুষের সচেতনতা সৃষ্টিতে এ বইটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান বলেন, এখন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সততার চর্চা চলবে। অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে শপথ নেওয়া হয়েছে।  

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল ইসলাম, যুগ্ম সচিব নাহিদ সুলতানাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এইচএমএস/এসআই

বাংলাদেশ সময়: ১:২৪ এএম, জানুয়ারি ২৫, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।