ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, জানুয়ারি ২৫, ২০২৪
কাশিমপুর কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি মারা যান বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

কয়েদির নাম সামসু মিয়া (৬৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে। তার কয়েদি নম্বর- ৬৪৫১এ।

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন সামসু মিয়া। বৃহস্পতিবার ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানায় তার মামলা নম্বর-১১(০৩)০৩ এবং দায়রা মামলা নম্বর-২২৬০৩, ধারা -৩০২ দণ্ডবিধি।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময় ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।