ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রামগঞ্জে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জানুয়ারি ২৫, ২০২৪
রামগঞ্জে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার  আবুল কালাম টেলু

লক্ষ্মীপুর: নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম টেলুকে গ্রেপ্তার করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে পশ্চিম করপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালাম রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পশ্চিম করপাড়া গ্রামের আরব আলী দরবেশ বাড়ির মৃত মন্তাজ মিয়ার ছেলে।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, টেলু গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। নির্দেশনা পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।  

রামগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর নোয়াখালীর চাটখিল থানা পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে টেলুকে আটক করে। একইদিন তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই মামলায় ২০২৩ সালের ২৩ নভেম্বর নোয়াখালীর আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায়ের সময় তিনি পলাতক ছিলেন। গত ২৪ জানুয়ারি রামগঞ্জ থানায় আদালত থেকে টেলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পৌঁছায়। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তারে সক্ষম হয় রামগঞ্জ থানা পুলিশ।

এদিকে ২০২০ সালে ১৩ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার পালের বাড়ির সামনে রামগঞ্জ-হাজিগঞ্জ সড়ক থেকে টেলুকে ১৫টি ইয়াবা নিয়ে রামগঞ্জ থানা পুলিশ আটক করে।  

পুলিশের দায়েরকৃত মাদক মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ আদালত টেলুকে সাত বছরের সাজা দেয়। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। ওইদিন তাকে কারাগারে পাঠালেও কিছু দিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।