ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক চালক সোহাইব হোসেন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকের সহকারী জাহাঙ্গীর সরদার।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সোহাইব হোসেন সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে একটি ট্রাক মোংলায় যাচ্ছিল। পথে বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থালেই চালক নিহত হন। আহত হন তার সহকারী। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।