ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ট্রলারে ডাকাতি, ছয় জলদস্যু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জানুয়ারি ২৬, ২০২৪
ট্রলারে ডাকাতি, ছয় জলদস্যু আটক

কক্সবাজার: কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ছয় জলদস্যুকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা। বৃহস্পতিবার দিনগত রাতে বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিং করে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযানে জেলেদের কাছ থেকে লুণ্ঠনকৃত বিপুল পরিমাণ মাছ, জালসসহ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক জলদস্যুরা হলেন কুতুবদিয়া লেমশিখালী ইউনিয়নের মাহমুদ উল্লাহর ছেলে মো. বাদশা (২৭), সিকদারপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. রাফি (১৯), রহিম উল্লাহর ছেলে মো. মাহরুফ ইসলাম (২২), দক্ষিণ ধুরুম ইউনিয়নের জুলেখা বিবির পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে রায়হান উদ্দিন (২২), প্যাচারদ্বীপ এলাকার মৃত কবির আহমেদের ছেলে এরশাদুল ইসলাম (২০) ও চট্টগ্রাম ইপিজেড এলাকার মো. আবু বক্করের ছেলে মো. আল আমিন (২৫)।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার জেলার মহেশখালী থানাধীন কুতুবজুম এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মো. বেলাল হোসেন র‌্যাব-১৫ এর সদর দপ্তরে এসে বোট থেকে মাছ লুঠের অভিযোগ করেন। তিনি বলেন, একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ১০/১২ জন অস্ত্রধারী জলদস্যু বঙ্গোপসাগরে বাঁকখালী নদীর মোহনার অদূরে মাছ ধরা অবস্থায় তার মালিকানাধীন ইঞ্জিন চালিত ট্রলারে হামলা চালায়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার ট্রলারে থাকা মাছ, মাছ ধরার জাল, বোটের ইঞ্জিনের মালামাল ও তেল লুট করে নিয়ে যায়।

এমন অভিযোগের ভিত্তিতে লুণ্ঠনকৃত মালামাল উদ্ধার ও জলদস্যুদের আটক করতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বঙ্গোপসাগরে ব্যাপক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় ডাকাতদের ট্রলার থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে  র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ৫-৬ জন সাগরে লাফ দিয়ে পালিয়ে গেলেও ট্রলারে থাকা কুখ্যাত জলদস্যু বাদশাসহ ৬ জলদস্যুকে আটক করে র‌্যাব।

জেলেদের কাছ থেকে লুণ্ঠনকৃত মাছ ও জাল এবং ৩টি দেশীয় তৈরি এলজি, ১৪টি কার্তুজ, ৩টি ধারলো দা, ২টি স্মার্ট ফোন এবং ৮টি বাটন ফোন উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, আটকদের মধ্যে মো. বাদশা কুখ্যাত জলদস্যু সর্দার। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ডাকাতের নেতৃত্বে সাগরে জলদস্যুদের একটি দল  দীর্ঘদিন ধরে জলদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আটকরা। আটক এবং পলাতক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।