ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জানুয়ারি ২৬, ২০২৪
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. হানিফকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানাধীন কদমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, গ্রেপ্তার আসামি হানিফ রাজধানীর শাহজাহানপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার (নম্বর-০৬) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আসামি এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ