ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুশরাত জাহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার মুকবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুশরাত জাহান উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ