খাগড়াছড়ি: স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে চলমান খাগড়াছড়ির পানছড়ি বাজার বর্জন স্থগিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)
আগামী ০১ ফেব্রুয়ারি থেকে ১৫ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বর্জন স্থগিত থাকবে। এসময় বাজারে বেচাকেনা স্বাভাবিক থাকবে।
সোমবার(২৯ জানুয়ারি) সকালে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের পানছড়ি সংগঠক অপু ত্রিপুরার বরাত দিয়ে বলা হয়, স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি—বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বাজার বর্জনের স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে; উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে বা দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে বাজার বয়কট কর্মসূচি পুনরায় চলবে বলে তিনি জানান।
গত ১১ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফের ভ্রাত্রিপ্রতিম সংগঠনের চারজন প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এরপর থেকে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করছে সংগঠনটি।
সবশেষ গত ২৪ জানুয়ারি মহালছড়িতে সংগঠনটির আরো দুইজনকে গুলি করে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এডি/এমএম