ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, ফেব্রুয়ারি ১, ২০২৪
সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আল আমিনকে (৩৫) মামলার ৫৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় আল আমিন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ভিকটিম আসামি আল আমিনের অটোরিকশা দিয়ে বাজারে যাওয়া-আসা করতেন এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রনিকের মেরামতের কাজও করাতেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ভিকটিমের বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আসামিকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করানো হয়। কাজের মজুরি ৩০০ টাকা হলেও আসামি ভিকটিমের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে যান। ভিকটিম বাকি টাকা ফেরত চাইতে গত ২৭ জানুয়ারি সকালে আল আমিনের বাড়িতে গেলে তিনি ভিকটিমকে জোরপূর্বক তার রুমে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আসামি আল আমিন সোনারগাঁয়ের সাদিপুরের দরগাবাড়ির মৃত সোলেমানের ছেলে। মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত হয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।