ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাদামের আড়ালে গাঁজার ব্যবসা, চাচা-ভাতিজা-বেয়াই গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, ফেব্রুয়ারি ২, ২০২৪
বাদামের আড়ালে গাঁজার ব্যবসা, চাচা-ভাতিজা-বেয়াই গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদাম বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করতেন তারা।

গ্রেফতাররা হলেন আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) ও মো. রমজান আলী (৪৫)। তাদের মধ্যে আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা ভাতিজা। রমজান-আজিজ পরস্পর বেয়াই।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ মহসিন জানান, বাদাম বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করতেন তারা। বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হয়।

গ্রেপ্তার তিনজনই চিহ্নিত মাদক কারবারি। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮টি, মো. রমজানের বিরুদ্ধে সাতটি এবং জাহিদুলের বিরুদ্ধে ছয়টি  মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা বিক্রেতার কাছে সেই বাসা 'গাঁজার আড়ত' নামে পরিচিত।

তারা এখানে গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করেই প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক দুই কেজি সমমানের এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।