গাজীপুর: বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে টঙ্গীর মিলগেট এলাকায় বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম- হাসানুজ্জামান (৩০)। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশে কর্মকরত ছিলেন। এ ঘটনায় আমির হামজা নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মানিকগঞ্জ থেকে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে আসেন হাসানুজ্জামান। শুক্রবার টঙ্গীর আরিচপুর থেকে মোটরসাইকেলযোগে তিনি ইজতেমার ময়দানে যাচ্ছিলেন। একপর্যায়ে টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই এএসআই হাসানুজ্জামান মারা যান। এঘটনায় এসআই আমির হামজা আহত হয়। পরে আহত আমির হামজাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশ্ব ইজতেমার ময়দান দেশবিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে গেছে। পুরো ময়দান এবং আশপাশ এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া লাখ লাখ মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন র্যাব-পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েক হাজার সদস্য।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
আরএস/এসআইএস