বরগুনা: জেলার বেতাগী ও তালতলী উপজেলার পৃথক স্থান থেকে এক যুবক ও নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি ) মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন বেলা ১১টায় তালতলী উপজেলার ছোটবগী এলাকার নকরি সড়কের পাশের জঙ্গল থেকে নিখোঁজের দুই দিন পর গলায় মাফলার পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে থাকা এক গৃহবধূর (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গৃহবধূর বাড়ি তালতলী উপজেলার কড়ইবাড়িয়ার গেন্ডামাড়া গ্রামে।
নিহতের চাচা বাদশা ফকির প্রাথমিকভাবে ধারনা করছেন, তার ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শশী বাজার এলাকার ফুলঝুড়ি খাল থেকে ভাসমান অবস্থায় জাহিদুল (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জাহিদুলের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জাহিদুলসহ ১০ জন শীত মৌসুমে ঘুরে ঘুরে লেপ- তোষক তৈরি করে বিক্রি করেন। দুই দিন আগে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি।
মরদেহ দুইটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এসআইএ