ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ফেব্রুয়ারি ৩, ২০২৪
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: জেলা শহরের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাণ্ডের ঘটনার চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত পরে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।