ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রকাশ্যে গাঁজা সেবন, ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ফেব্রুয়ারি ৪, ২০২৪
প্রকাশ্যে গাঁজা সেবন, ২ জনের কারাদণ্ড

নোয়াখালী: জেলার সদর উপজেলার প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়োজিদ বিন আখন্দ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. রোমন বাদশা (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের আয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো. হোরন হেঞ্জু (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকাল ৯টার দিকে উপজেলার মধ্য করিমপুর ও আয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদকসেবীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের একজনকে ১০ দিন ও আরেক জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।