ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিলে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, গলায় রশি পেঁচানো 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
টাঙ্গাইলে বিলে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, গলায় রশি পেঁচানো 

টাঙ্গাইল: নিখোঁজ হওয়ার একদিন পর টাঙ্গাইল পৌর এলাকার অলোয়া গ্রামের বিল থেকে রাসেল (১০) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রশি পেঁচানো ছিল।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত রাসেল একই গ্রামের সোনা মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলে রাসেলের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।