ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলওয়ে স্টেশনে যুবকের ঘুষিতে প্রাণ গেল আনসার সদস্যের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
রেলওয়ে স্টেশনে যুবকের ঘুষিতে প্রাণ গেল আনসার সদস্যের

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে উচ্ছৃঙ্খল যুবকের ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামে দায়িত্বরত এ আনসার সদস্য নিহত হয়েছেন। তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির এক পর্যায়ে এক যুবক তাকে ঘুষি মারেন।

এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে নাক-মুখ দিয়ে রক্ত উঠতে থাকে এ আনসার সদস্যের। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবক উচ্ছৃঙ্খলভাবে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। তাদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। জিআরপি থানা পুলিশও আসছে। ঘটনার পর একজনকে আটক করা হয়েছে বলে শুনেছেন।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, তারা সবাই এখন ব্যস্ত। পরে কথা বলতে পারবেন।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।