ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় মজুত করা হয়েছিল বিপুল নিত্যপণ্য, জব্দ করলো র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ডেমরায় মজুত করা হয়েছিল বিপুল নিত্যপণ্য, জব্দ করলো র‌্যাব

ঢাকা: রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় চাল, সয়াবিন তেলসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুত পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব মজুত জব্দ করা হয় এবং এতে জড়িত ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

র‍্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য অসাধু ব্যবসায়ীরা চাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করেছিলেন। এই অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানায়, রাতে র‍্যাব-৩–এর বিভিন্ন দল ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজউদ্দিন রোড, ডগাইর বাঁশের পুল পাড়া ও সাধুর মাঠ এলাকায় অভিযান চালায়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।