ঢাকা: গত বছর ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
রোববার(১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য উম্মে কুলসুম স্মৃতির এক প্রশ্নের লিখিত উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান।
আহসানুল ইসলাম (টিটু) বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সারাদেশে নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক চালের মিল ও পাইকারি বাজারে বাজার মনিটরিং করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক বরিশাল, বরগুনা ও ঝালকাঠি জেলায় চালের বাজারে মনিটরিং করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, দপ্তর সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সঙ্গে মতবিনিময়/তদারকি সভা আয়োজন করা হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি, এলপি গ্যাস, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ অর্থবছরে (০১ জুলাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) ৫৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন বিভিন্ন অপরাধে ১১৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এসকে/এমএম