ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খুলনায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, ফেব্রুয়ারি ১২, ২০২৪
খুলনায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু ফাইল ছবি

খুলনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, খালিশপুরের মুজগুন্নি নেছারিয়া মাদরাসার বিপরীত পাশে রেললাইনে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হিজবুল্লা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত হিজবুল্লাহ বাগেরহাটের চিতলমারী এলাকার মো. রুহুল আমীনের ছেলে। সে একটি গ্যাসের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিল। খুলনা মহানগরের নির্জন আবাসিক এলাকায় খালার বাড়িতে থাকতো হিজবুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।