ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর শেওড়ায় ট্রাকচাপায় টুপি ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
রাজধানীর শেওড়ায় ট্রাকচাপায় টুপি ব্যবসায়ী নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেত শেওড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা টুপি ব্যবসায়ী জমশেদ শাহপরান (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল।

তিনি জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শেওড়া বটতলা নামক স্থানে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় জমশেদ নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই ট্রাক জব্দ করা হলেও অভিযান চালিয়ে পরে চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, যতটুক জানা গেছে নিহত ব্যক্তি পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকতেন। সেখানে একটি দোকানে নিজে টুপি বানিয়ে সাপ্লাই দিতেন। উত্তরায় কোনো কাজ শেষ করে পাঠাও মোটরসাইকেলে চড়ে ফেরার পথে এ দুর্ঘটনায় তিনি মারা যান। তবে পাঠাও চালকের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চলন্ত মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এরপরেই ট্রাকচাপায় নিহত হন। পরে পুলিশ জমশেদের মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতাল থেকে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।