ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
হোসেনপুরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অনুষ্ঠানের ছবি তোলাকে কেন্দ্র করে মো. কায়সার শেখ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ ঘটনা ঘটে।

কায়সার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও প্রতিযোগিতা চলছিল। দুপুরে ছবি তোলাকে কেন্দ্র করে কায়সারকে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় বখাটেরা। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।