ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩২ ফাইল ছবি

নারায়ণগঞ্জ: জেলায় মাধ্যমিক (এসএসসি), দাখিল ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে ২৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এদিন কোনো বহিষ্কার বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী।

তিনি জানান, এবার মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ২৮৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১৭১ জন, সাখিক পরীক্ষার্থী ছিল ২ হাজার ৪৮৩ জন যার মধ্যে উনুপস্থিত ছিল ৫৪ জন ও কারিগরি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪৫৮ জন যার মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন।

তিনি আরও জানান, প্রথম দিন কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।