ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে আটক করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মকসুদ মিয়ার ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, বিকেলে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে ভাতিজা ইয়াসিন পেছন থেকে লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ইয়াসিনকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠা ও ইয়াসিনকে আটক করে।

ওসি আরও জানান, তবে কি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।