ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ওষুধসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ওষুধসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন

বরিশাল: ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিত দত্তের সঞ্চালনায় বক্তারা বলেন, দ্রব্যমূল্য বলতে বিশেষ করে ওষুধের দাম হঠাৎ করে বেড়ে গিয়ে সাধারণ ভোক্তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। এক্ষেত্রে সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে সরকারকে।

এ সময় বক্তারা মনে করিয়ে দেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।

এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ