ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চলন্ত শ্যালো মেশিনের চাকার ওপর পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
চলন্ত শ্যালো মেশিনের চাকার ওপর পড়ে নারীর মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সেচ দেওয়ার শ্যালো মেশিনের আঘাতে আনোয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আনোয়ারা বেগম মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম সকাল ৯টার দিকে তার স্বামীর কবর দেখতে কবরস্থানে যাচ্ছিলেন। কবরস্থানের পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন চালু ছিল। ওই মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে মেশিনের চাকা ওপরে পড়ে যান আনোয়ারা বেগম। এতে আহত হন তিনি। এসময় স্থানীয় কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।