সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদী থেকে বালু উত্তোলনে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে লালাখাল সারি নদীর উৎসমুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালুর নৌকা থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে একটি চক্র। সকালে সারি নদীর উৎসমুখ থেকে বালু উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় অযৌক্তিকভাবে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক ও চাঁদাবাজদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সারি নদীর উৎসমুখ থেকে বালু উত্তোলনকালে চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন- চারিকাটা ইউপির বাউরভাগ উত্তর গ্রামের মুছা মিয়ার ছেলে শাহিন মিয়া (৪৮), কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের সুরুজ আলী ছেলে সেলিম আহমদ (৩৫) ও কামরাঙ্গীখেল উত্তর গ্রামের ফুরকান আলীর ছেলে আব্দুল মালিক (৫০)। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
এ বিষয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সহায়তায় চাঁদাবাজ চক্রটি শ্রমিকের কাছ থেকে নৌকাপ্রতি ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে। তারা চাঁদা আদায়ের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শ্রমিকরা চাঁদা না দেওয়াতে চক্রটি তাদের ওপর হামলা চালায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুনেছি বালু উত্তোলনকে কেন্দ্র করে সারি নদীর মুখে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এনইউ/আরবি