ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

ফেনী: পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় ফেনীতে দুই ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক এ অভিযান পরিচালন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ইটভাটায় ইট প্রস্তুত, মাটি সংগ্রহ ও ইট বিক্রিসহ নানা অপরাধে শাপলা ব্রিক ফিল্ডকে দুই লাখ ৫০ হাজার টাকা ও বিরিঞ্চি ব্রিক ওয়ার্কসকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত অনিকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।