খুলনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি)। প্রতিবছরের মতো এ বছরও শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা জানানো হবে দিনটিতে।
বাঙালির প্রেরণার অন্যতম উৎস অমর একুশ। আর মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনার প্রশাসন।
খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন রূপে সাজানোর তোড়জোড় চলছে। চলছে আল্পনার কাজ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) খুলনার শহীদ হাদিস পার্কে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে ধোঁয়া-মোছার কাজ করতে দেখা গেছে। সেখানে ওয়াশিং পাউডার ও ব্লিচিং পাউডার দিয়ে মাজাঘষা করেন শ্রমিকরা। কেউ পানি দিচ্ছেন, কেউ পাউডার ছিটাচ্ছেন, আবার কেউ ঘষে পুরোনো ময়লা উঠাতে ব্যস্ত। একইসঙ্গে চলছে রঙের কাজ।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক অন্তহীন প্রেরণার উৎস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায়ে ৫২-এর ভাষা আন্দোলন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছিল এ দেশের ছাত্র ও যুবসমাজ। মাতৃভাষার জন্য এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। অমর একুশে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, যা আমাদের জন্য অত্যন্ত মর্যাদার ও গর্বের।
ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন খুলনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমআরএম/আরবি