ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানি সেচের ট্যাংকিতে মিলল কৃষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
পানি সেচের ট্যাংকিতে মিলল কৃষকের মরদেহ

বরিশাল: বরিশালের উজিরপুরে ফসলি জমির পানি সেচের ট্যাংকি থেকে আ. করিম জমাদ্দার নামে ৬২ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আ. করিম জমাদ্দার ওই এলাকারই মৃত মানিক জমাদ্দারের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অবসরে যাওয়ার পর নিজ এলাকায় থেকে কৃষিকাজ করতেন।

স্থানীয় চৌকিদার মো. নাজির জানান, পীরেরপাড় গ্রামের বাড়ৈ বাড়ির পার্শ্ববর্তী ফসলি জমির ব্লকের পানির সেচের ট্যাংকির ভেতর আ. করিম জমাদ্দারের মরদেহ পড়ে থাকতে দেখে, থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। থানা পুলিশের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিয়মানুযায়ী তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃতের স্বজনরা জানান, করিম জমাদ্দার সকাল ১০টার দিকে বাড়ির সামনে ব্লক সংলগ্ন তার নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন।

আর স্থানীয়রা জানান, আব্দুল করিম জমাদ্দারের সঙ্গে ওই এলাকার কারো সঙ্গে বিরোধ ছিল না।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২২, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।