ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ২০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নওগাঁয় ২০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতিমন্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান মিলেছে।  

স্থানীয়রা জানান, এ মসজিদটি যেখানে ছিল, সেখানে ঘন জঙ্গল ছিল।

বর্তমানে এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে।  কবরস্থান সংস্কারের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকাবাসী এই মসজিদের সন্ধান পান। এর মধ্যে মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করছেন।  



এলাকাবাসীর দাবি, মসজিদের ভেতরে একটি কোরআন শরিফ পাওয়া গেছে, যা দেখে স্থানীয় আলেমদের ধারণা, এটি ২০০ বছরের আগে ছাপানো হয়েছিল। উদ্ধার হওয়া সেই পবিত্র কোরআন শরিফটি মসজিদের ভেতরে রাখা হয়েছে।

মসজিদটির আয়তন অনেক ছোট। তাই মাত্র পাঁচ-সাতজন লোক একসঙ্গে সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। সন্ধান পাওয়া এ মসজিদের নতুন নামকরণ করা হয়েছে ‘আলনূর জামে মসজিদ’। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়। মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।