হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য রাখার জন্য নতুন স্থান নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৯ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাতভাবে ‘জিইসি মেইনটেন্যান্স’ নামের স্থানে আমদানি পণ্য রাখার জন্য জায়গা নির্ধারণ করেছে।
ইতোমধ্যে বিমানবন্দরের ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সংযোগ স্থাপন করা হয়েছে এবং ওই গেট দিয়েই পণ্য খালাসের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে আমদানি কার্গো কমপ্লেক্সে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে যায়, যার ফলে আমদানি কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
এ পরিস্থিতিতে এনবিআর বিশেষ ব্যবস্থায় আমদানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার দুপুরে (১৯ অক্টোবর) পুড়ে যাওয়া আমদানি কার্গো কমপ্লেক্স পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন, আগুনে কার্গো কমপ্লেক্সের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ভবনে আর আমদানি পণ্য রাখা সম্ভব নয়। আপাতত নবনির্মিত ৩ নম্বর টার্মিনালে আমদানি পণ্য রাখা হবে।
জেডএ/এমজে