ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা-ভাঙচুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা-ভাঙচুর 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রিপোর্টার্স ইউনিটির অফিসে পৌর ছাত্রলীগ নেতা শুভর নেতৃত্বে ২০-৩০ জন উচ্ছৃঙ্খল যুবক কর্তৃক সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলা শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে এ ঘটনা ঘটে।

 

হামলাকারীরা অফিসের সব আসবাবপত্র ও জানালার থাইগ্লাস ভাঙচুর করে। অফিসের আলমিরা ফাইল কেবিনেট তছনছ ও লুটপাট করা হয়েছে। এমনকি পানির ট্যাংক, ওয়াটার পাম্প ও সাপ্লাই পাইপও ভেঙে নিয়ে গেছে। অতর্কিত হামলায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল ও তার ভাই শিমুল রক্তাক্ত জখম হয়েছে।  

প্রকাশ্যে দিনের বেলায় এমন ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জাতীয় জরুরিসেবা ৯৯৯ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।