ঢাকা: রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার (০৩ মার্চ) দূতাবাসের এক বার্তায় এই শোক জানানো হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা স্মরণ করছি।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত মানুষ মারা যান।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
টিআর/এসআইএ