ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুটি মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে মায়ের দোয়া ফুড প্রোডাক্টকে ২ লাখ ও মক্কা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, মুড়ির কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ও ৩৯ ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।